তুরস্ক প্রায় ১১ বিলিয়ন ডলার মূল্যে যুক্তরাজ্যের ২০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছে। পঞ্চম প্রজন্মের নিজস্ব কান যুদ্ধবিমান উন্নয়নের পাশাপাশি আঙ্কারা তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এ পদক্ষেপ নিয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) আঙ্কারায় এক বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ওই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির বিষয়টি উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোগান বলেন, এটি দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে কৌশলগত সম্পর্কের নতুন প্রতীক।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ন্যাটোভুক্ত সদস্য রাষ্ট্র হওয়ায় এই চুক্তি যুক্তরাজ্য ও তুরস্কের পাশাপাশি ন্যাটোর জন্যও একটি বড় সাফল্য।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, এই চুক্তির আওতায় প্রথম টাইফুন যুদ্ধবিমানগুলো ২০৩০ সালের মধ্যে তুরস্কে পৌঁছাবে।
এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই চুক্তিকে এক প্রজন্মের সবচেয়ে বড় যুদ্ধবিমান বিক্রয় চুক্তি বলে আখ্যায়িত করেছে।
সূত্র: আল-জাজিরা









