বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের সুযোগ তৈরি হবে না: নাহিদ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর পর্যটন মোটেলে বিভাগের আট জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচারের রোডম্যাপ প্রণয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করেই নির্বাচন আয়োজন করতে হবে।’

তিনি বলেন, ‘দেশে বর্তমানে নানাবিধ চ্যালেঞ্জ ও সংকট বিদ্যমান। এসব পরিস্থিতিতে জাতীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা থাকলে দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন আরও এগিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘টেকসই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা ভবিষ্যতের একটি কার্যকর ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চাই।’

জোট ও ঐক্যের প্রসঙ্গে নাহিদ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি নীতিগতভাবে সেইসব রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে আগ্রহী, যারা জুলাই সনদ বাস্তবায়ন, বিচার প্রক্রিয়া ও সংস্কারের প্রশ্নে একই অবস্থানে রয়েছে।’

জুলাই সনদ বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে তিনি বলেন, ‘সনদ বাস্তবায়নে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমাদের প্রস্তাব অনুযায়ী সরকারই সনদের আদেশ জারি করবে এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। পরবর্তীতে নির্বাচিত সংসদই সংস্কার সংবিধান-২০২৬ প্রণয়ন করবে।’

ঐকমত্য কমিশনের আলোচনার বিষয়ে তিনি জানান, ‘কমিশনে বিভিন্ন দলের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে।’

নাহিদ জুলাই সনদ বাস্তবায়ন, বিচারের রোডম্যাপ ঘোষণা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, মহানগর প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img