মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়ুক, ব্যক্তিগতভাবে আমি চাই না। তবে বাংলাদেশের বাস্তবতায় ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়ে বা আগামীতেও পড়বে।’

বুধবার (৩০ অক্টোবর) রাতে ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদের সভাপতিত্বে চুয়াডাঙ্গার একটি রেস্টুরেন্টে স্থানীয় ছাত্র শিবিরের পাঠচক্র সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

শিবির সভাপতি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন করে কেউ ফ্যাসিস্ট হওয়ার মানসিকতা পোষণ করলে তারা এই প্রজন্মের কাছে প্রত্যাক্ষিত হবে। আগামীতে যারা নির্বাচনে অংশ নিতে চান তারা জুলাই আন্দোলনে শহীদ-গাজীদের আকাঙ্খাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিলে ইসলামী ছাত্রশিবির তাদের পাশে থাকবে। এবং আমরা চাই জুলাই সনদের আইনী ভিত্তি থাকুক। এজন্য গণভোটই বেশি যুক্তিযুক্ত।

তিনি বলেন, ‘আগের ধারার ছাত্র রাজনীতি পরিবর্তিত হয়ে গুণগতভাবে রাষ্ট্রের জন্য ভবিষ্যত নেতৃত্ব তৈরির কাজ করবে, ছাত্র রাজনীতি হবে সেবামূলক, ছাত্র রাজনীতি হবে শিক্ষাবান্ধব।’

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img