তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান ও আফগানিস্তান কমপক্ষে আরো এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। তুরস্কে দুই পক্ষের মধ্যে আলোচনার সময় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রণালয় পাকিস্তান, আফগানিস্তান, মধ্যস্থতাকারী দেশ তুরস্ক ও কাতারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি কিভাবে বাস্তবায়িত হবে তা চূড়ান্ত করার জন্য আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে আরো একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পরিকল্পনা রয়েছে।
এতে আরো বলা হয়, ‘সব পক্ষ একটি পর্যবেক্ষণ ও যাচাইকরণ ব্যবস্থা স্থাপনে সম্মত হয়েছে। যা শান্তি বজায় রাখা ও কোনো পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার ওপর শাস্তি আরোপ নিশ্চিত করবে।’
২০২১ সালে তালেবান কাবুল বিজয়ের মধ্যদিয়ে ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠার পর এটিই ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘাত। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতার ফলে ১৯ অক্টোবর দোহায় পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীরা যুদ্ধবিরতি স্বাক্ষর করেন।






