আধুনিক সময়ের অনিশ্চয়তা নিয়ে কথা বলতে গিয়ে ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, এখন এমন এক সময় চলছে, যখন নিরাপত্তা থেকে শুরু করে সাইবার যুদ্ধ; সব দিক থেকেই চ্যালেঞ্জ দ্রুত বদলে যাচ্ছে। ‘‘ট্রাম্প আজ কী করছেন? আমার মনে হয়, ট্রাম্প নিজেও জানেন না কাল তিনি কী করবেন। চ্যালেঞ্জগুলো এত দ্রুত আসছে যে পুরোনো সমস্যা বুঝে ওঠার আগেই নতুন একটা এসে হাজির হয়।’’
শনিবার (১ নভেম্বর) দেশটির মধ্যপ্রদেশের রেওয়ায় টিআরএস কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতায় তিনি ভবিষ্যতের অনিশ্চয়তা ও সেনাবাহিনীর নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের সেনাবাহিনীও একই বাস্তবতার মুখোমুখি হচ্ছে। সীমান্ত নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সাইবার যুদ্ধ; সব দিক থেকেই একের পর এক নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে।
অপারেশন সিঁদুর প্রসঙ্গে তিনি দাবি করেন, এই অভিযান সফল হয়েছিল। কারণ আমরা নীতি ও প্রযুক্তির সমন্বয়ে কাজ করেছি। আমরা নিশ্চিত করেছি, পাকিস্তানে কোনও সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন। আমাদের লক্ষ্য ছিল কেবল (কথিত) সন্ত্রাসী ও তাদের নেতারা।
সূত্র : এনডিটিভি









