কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১৫ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানান দরের আমীর ডা. শফিকুর রহমান।
পবিত্র উমরা পালন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সফর শেষে দেশে ফিরেছেন তিনি।
এসময়, নির্বাচন কমিশনারের কাছে প্রবাসীদের ভোটাধিকার রেজিস্ট্রেশনে আরো ১৫ দিন সময় বাড়ানোর দাবি জানান ডা. শফিকুর রহমান।
‘মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য’ এমন মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক দল গুলোর মধ্যে মতানৈক্য হোক, মতবিরোধ না হোক। একইসাথে, আগামীর দেশ বিনির্মানে গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমীর।









