মঙ্গলবার | ৪ নভেম্বর | ২০২৫

আবরও তেল-গ্যাসের বিশাল মজুদ আবিষ্কার করেছে পাকিস্তান

পুনরায় তেল-গ্যাসের বিশাল মজুদ আবিষ্কার করেছে পাকিস্তান।

মঙ্গলবার (৪ নভেম্বর) এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের এটক জেলার ঢোক সুলতান ব্লকে নতুন করে তেল-গ্যাসের বিশাল মজুদ আবিষ্কৃত হয়েছে। পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড (পিপিএল) জানিয়েছে, এতে ৩টি কূপ খনন করলে প্রতিদিন ১,৪০০ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া যাবে এবং ২.৫ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস ও ১৫ টন এলপিজি গ্যাস উৎপাদন করা যাবে।

এর আগে গত মাসেও সিন্ধু প্রদেশে নতুন তেল ও গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়। যেখান থেকে প্রতিদিন ৩০৫ ব্যারেল তেল এবং ৩ এমএমএসসিএফডি গ্যাস উৎপাদনের প্রক্রিয়া চলমান রয়েছে। মারি এনার্জি লিমিটেড (এমইএল) এই নতুন তেল ও গ্যাসের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছিলো।

কোম্পানিটি জানায়, মারি গাজিজ সিএফ-বি-১ অনুসন্ধান কূপে এই নতুন মজুদের সন্ধান পাওয়া গিয়েছে। কূপটি ১২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে খনন করা হয়েছিলো এবং ১,১৯৫ মিটার গভীরতায় সিল ফর্মেশনে সফলভাবে পৌঁছানো সম্ভব হয়েছিলো।

কোম্পানির মুখপাত্র বলেন, ৪৮/৬৪ ইঞ্চি বর্গক্ষেত্র আকার এবং ২২৫ পিএসআই চাপে পরীক্ষা সম্পন্নের পর দেখা গিয়েছিলো যে, কূপটি প্রতিদিন ৩০৫ ব্যারেল তেল এবং ৩ এমএমএসসিএফডি গ্যাস উৎপাদন করতে সক্ষম।

এছাড়া সিন্ধুর জামশোরো জেলার কোটরি ব্লক ১-এও নতুন গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে।

গ্যাসের মজুদ আবিষ্কারের বিষয়ে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ (পিএসএক্স) কে লেখা এক চিঠিতে পাকিস্তান পেট্রোলিয়াম জানিয়েছে, কোটরি ব্লকে অবস্থিত বারকি-১ কূপে ২১ জুলাই, ২০২৫ তারিখে খনন শুরু হয়। কূপটি ৩,৩৯২ ফুট গভীরে খনন করা হয়েছিলো এবং এতে হাইড্রোকার্বনের সম্ভাব্যতা মূল্যায়ন করা হয়েছিলো।

অপর এক পরীক্ষায় কূপটিতে প্রতিদিন ১.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তলন করা যাবে, এত পরিমাণ মজুদ পাওয়া গিয়েছিলো।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img