বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

হাসিনার প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে: সাদিক কায়েম

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন, খুনি হাসিনা গত ১৬ বছর যে ফ্যাসিবাদ কায়েম করেছে, গুম-খুন, নির্যাতন, জুলাই গণহত্যা এ প্রত্যেকটি হত্যার বিচার স্বাধীন বাংলাদেশে হতে হবে।

মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আয়োজনে ‘এক শিক্ষার্থী এক কোরআন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যে কাঠামোর মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে, যেসব প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সেসব প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্টের উপাদানগুলোকে দূর করতে হবে। তার জন্য যে সংস্কার সেটা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘হাসিনার একটি হত্যার রায়ও কার্যকর করতে পারেনি অন্তর্বর্তী সরকার। যা সবাইকে হতাশ করেছে। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজ ছাত্র সংসদসহ বরিশালের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যাতে দ্রুত নির্বাচন হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img