বৃহস্পতিবার | ৬ নভেম্বর | ২০২৫

রাজনৈতিক সমঝোতায় কমিটি গঠন করল জামায়াত

নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিষয়ে ‘সমঝোতামূলক রূপরেখা’ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য দুই সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিটির সদস্যরা হলেন, দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

বুধবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলের নির্বাহী পরিষদের সিদ্ধান্তে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান এই কমিটি গঠন করেছেন।

জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সমঝোতায় গত রোববার জামায়াত সংবাদ সম্মেলন থেকে আলোচনার জন্য বিএনপিকে আহ্বান জানায়। পরের দিন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানানো হয়। আলোচনার জন্য এক সপ্তাহ সময় দিয়েছে সরকার।

সরকার এবং জামায়াতের আহ্বানে আলোচনা বসতে সাড়া দেয়নি বিএনপি। দলটি জুলাই সনদে থাকা নোট অব ডিসেন্টসহ গণভোট চায় নির্বাচনের দিনে। জামায়াত নোট অব ডিসেন্ট মুক্ত গণভোট চায় নভেম্বরে। এ বিরোধ নিষ্পত্তিতে দলটি আলোচনার জন্য সরকারকে মধ্যস্ততার আহ্বান জানিয়ে ছিল। তবে সরকার জানিয়েছে, তারা এই ভূমিকা পালন করবে না। সরকার এক সপ্তাহ পর নিজের মত সিদ্ধান্ত জানাবে।

তিনদিন পার হতে চললেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেছেন, অনানুষ্ঠানিক কথা চলছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img