বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

জামায়াত জনকল্যাণমূলক সমাজ গঠনের এক নিরলস সংগ্রামী কাফেলার নাম : শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক সমাজ গঠনের নিরলস সংগ্রামী কাফেলার নাম। সমাজ সেবা ও সামাজিক সংশোধনের জোর তাকিদ ইসলাম দিয়েছে বলেই জামায়াত সমাজ সেবা ও সমাজ সংস্কারে মনোযোগ দেয়। এ অর্থে জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামি আন্দোলন। ইসলামে নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ ভীরু যোগ্য নেতৃত্ব ছাড়া মানুষের সার্বিক কল্যাণ ও মুক্তি সম্ভব নয়। জামায়াতে ইসলামী সেই মানের নেতৃত্ব জাতিকে উপহার দিয়ে চলেছে।

বুধবার (৫নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম দেওয়ানবাজারস্থ বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী মৌলিক সংস্কার পাশ কাটিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পথে যারা অযৌক্তিক প্রতিবন্ধকতা তৈরি করে আসন্ন জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চায় তারা মূলত দেশকে কত্তৃত্ববাদী ও ফ‍্যাসিবাদী শাসনের পুরনো ধারায় ফেরানোর কৌশলী ষড়যন্ত্রে লিপ্ত। ফ‍্যাসিবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তিকে এহেন ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী জামায়াতের নির্বাচিত আমীর হিসেবে ২০২৫—২০২৬ কার্যকালের অবশিষ্ট সময়ের জন্য শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর নবনির্বাচিত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

নগর জামায়াতের কার্যালয়ে উক্ত শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান নগর আমীর হিসেবে পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, আল্লাহর প্রিয় বান্দারা দায়িত্ব আসার পর আল্লাহকে ভয় করে এবং তা পালনের জন্য পেরেশান থাকে। সংগঠনের সদস্যদের দায়িত্ব হল তার জন্য দোয়া ও প্রদত্ত দায়িত্ব পালনে সহযোগিতা করা।

শপথ গ্রহণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম মহানগরীর শূরার সদস্য অধ্যক্ষ মুহাম্মদ তাহের।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img