বৃহস্পতিবার | ৬ নভেম্বর | ২০২৫

দাবি না মানলে আন্দোলন তীব্র হবে; ৮ দলের হুশিয়ারি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, সংস্কারকৃত নতুন আরপিও-এর আলোকে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করছে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

এতে অংশ নিয়ে বক্তারা বলেন, এই পাঁচ দফা দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। দাবি না মানলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। এটা জনগণের দাবি। এই দাবি আদায় না হলে আমরা মাঠ ছাড়বো না। আগামী নির্বাচনের পূর্বে আমরা গণভোট আদায় করেই ছাড়বো। যারা ক্ষমতায় যাওয়ার জন্য ওঁত পেতে বসে আছে তারা এই গণভোট নিয়ে টিটকারি মূলক কথাবার্তা বলছে।

তারা বলেন, এখনো যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে বাধ্য হব।

স্মারকলিপি প্রদানকারী আটটি দল হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img