বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ হবে। একটি নির্বাচিত সরকার হবে। এর আগ পর্যন্ত বিএনপির আন্দোলন শেষ হবে না।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর ২ নম্বর গেইট এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক জনসভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিগত ১৫ বছর ঐক্যবদ্ধভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। আগামী দিনগুলোতে একইভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত ও বিলম্বিত করতে চাচ্ছে তারা গণতন্ত্রের শত্রু বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে দেখতে গিয়ে আমীর খসরু বলেন, নির্বাচন বানচাল ও ভয়ভীতির সৃষ্টি করতে এরশাদ উল্লাহর ওপর হামলা করা হয়েছে। এই কাজে সন্ত্রাসীদের ব্যবহার করা হয়েছে।









