বাংলাদেশে চলমান ‘রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে’ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় ‘অতি স্বল্প সময়ে’ একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডার বলেন, সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি রাখার জন্য।
পাশাপাশি, বাংলাদেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদারে আসাম রাজ্যের ধুবরিতে একটি নতুন সামরিক স্টেশনও গড়ে তোলা হচ্ছে।
শুক্রবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবগঠিত ঘাঁটি পরিদর্শন করেন। এটি ভারত-বাংলাদেশ সীমান্তের বেশ কাছেই অবস্থিত।
এটার সত্যতা মেলে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডার অফিসিয়াল এক্স হ্যান্ডলেও। সেখানে বলা হয়, স্বল্প সময়ের মধ্যেই ওই ঘাঁটি কার্যকর করা হয়েছে। শুধু তাই নয়, এতে বলা হয়, সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি রাখার কথা।
ইস্টার্ন কমান্ড তাদের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে জানায়, ‘লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি, আর্মিসিডিআরইসি, চোপড়াডিফেন্সল্যান্ড-এ মোতায়েন ব্রহ্মাস্ত্র কর্পসের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও স্বল্প সময়ে ঘাঁটিটি কার্যকর করার প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ের কার্যতৎপরতা ও নিরাপত্তা প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আর্মিসিডিআরইসি চোপড়া বিধানসভা এলাকার এমএলএ হামিদুল রহমান ও স্থানীয় বেসামরিক নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং সামরিক-বেসামরিক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।’









