বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ও দেশের মানুষের জন্য তার ত্যাগ-তিতিক্ষার কথা উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, খালেদা জিয়া যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেসব আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ।
শনিবার (৮ নভেম্বর) বিকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে “গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে” আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার পাশাপাশি জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে জামায়াতের আমির, ইসলামী আন্দোলনের পীর সাহেবসহ যেসব জাতীয় নেতারা গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রীয় সংস্কার আলাপ-আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখছেন, সেসব জাতীয় নেতার এলাকায় প্রার্থী না দিয়ে একটি নতুন দৃষ্টান্ত বাংলাদেশে তৈরির জন্য অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম, হানিফ খান সজিব, মাসুদ মোন্নাফ, সোহাগ হোসেন প্রমুখ।









