ঐতিহাসিক সফরে আমেরিকায় গেলেন সিরিয়ার বিপ্লবী প্রেসিডেন্ট আহমাদ হুসাইন আল-শারা আল-জুলানী।
স্থানীয় সময় শনিবার (৮ নভেম্বর) তিনি দেশটিতে পৌঁছান। এই সফরের একদিন আগে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে জুলানীর নাম বাদ দেয় ওয়াশিংটন।
গত বছর দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর শারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। আগামী সোমবার হোয়াইট হাউজে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার বিপ্লবী প্রেসিডেন্ট আহমাদ শারা আল-জুলানীর এক বৈঠক হবে।
১৯৪৬ সালে সিরিয়ার স্বাধীনতার পর এই প্রথম কোনো সিরিয়ান প্রেসিডেন্টের মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি সফর এটি।









