রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

ট্রাম্পের সাহসী নেতৃত্বে লাখ লাখ মানুষ প্রাণে বেঁচেছে: শাহবাজ শরিফ

ভারত-পাকিস্তান সংঘাত বন্ধে ট্রাম্পের ভূমিকাকে ‘সাহসী’ বলে প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাক প্রধানমন্ত্রীর দাবি, ভারতের সঙ্গে গত মে মাসের সংঘর্ষ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৮ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।

ভারত-পাকিস্তান সংঘর্ষে ট্রাম্পের ভূমিকার কথা উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী নেতৃত্ব ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব করেছিল। দক্ষিণ এশিয়ায় শান্তি স্থাপিত হয়েছিল সেই কারণেই। তাতে একটা বড়সড় যুদ্ধ এড়ানো গিয়েছে এবং লাখ লাখ মানুষ প্রাণে বেঁচেছেন।

উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্তে ট্রাম্পের হস্তক্ষেপ ভারত স্বীকার করেনি। ট্রাম্প একাধিকবার দাবি করলেও ভারত তা নাকচ করে দিয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img