রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে: মধুপুর পীর

কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠিতব্য খতমে নবুয়ত মহাসম্মেলনকে সফল করার লক্ষ্যে আজ ৯ নভেম্বর রবিবার সকাল ৭ সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ ঢাকা ৪ নং জোন এর উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ইসলামিয়ায় এক খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত ঢাকা-৪ নং জোনের সভাপতি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠিত খতমে নবুওয়ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি ছিলেন আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাইল।

প্রধান অতিথির বক্তব্যে মধুপুর পীর বলেন, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হযরত হাফেজ্জী হুজুর রহ. এর এই মারকাজ থেকেই সকল বাতেল বিরোধী আন্দোলনের সূচনা হয়েছে।

কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবি জানিয়ে তিনি বলেন, আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে সকল মতের হক্কানী ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। দাবি আদায় না হলে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আগামী ১৫ নভেম্বর শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করতে নবী প্রেমিক দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। মহাসম্মেলন সফল করতে ১১ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে এক বিশাল গণ মিছিল বের করা হবে। সুতরাং আগামী ১১ নভেম্বরের গণমিছিল ও ১৫ নভেম্বরের খতমে নবুওয়ত মহাসম্মেলনকে সফল করার জন্য দল-মত নির্বিশেষে সকলকে জান মাল নিয়ে শরীক থাকার জন্য উদত্ত্ব আহ্বান জানিয়েছেন তিনি।

সভাপতির বক্তব্যে আমীরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, খতমে নবুওয়ত এর আক্বিদা- বিশ্বাস সরাসরি ঈমানের সাথে সম্পৃক্ত। খতমে নবুওয়তকে অস্বীকার করা কুফুরী। হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শেষ নবী হিসেবে অমান্যকারী কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার কারণে নিঃসন্দেহে কাফের। অন্যান্য মুসলিম দেশের মত বাংলাদেশেও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এরা কাফের হয়েও মুসলিম পরিচয়ে সাধারণ মুসলমানদের ঈমানহারা করছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে অফিস খুলে ইহুদি খ্রিস্টানদের মিশন বাস্তবায়নে তৎপরতা চালাচ্ছে। কাদিয়ানী সম্প্রদায় যে কাফের এই বার্তা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। সর্ব মহলে এই আওয়াজ বুলন্দ করতে হবে “কাফের কাফের কাদিয়ানীরা কাফের”।

তিনি আরও বলেন, কাদিয়ানীরা অমুসলিম মর্মে রাষ্ট্রীয় ঘোষণা আদায়ে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে। দাবি আদায়ে আমরা যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। প্রয়োজনে রক্ত দিব তবুও আমাদের এই ঈমানী দাবি আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ।

মুফতি ইলিয়াস মাদারীপুরীর সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সিনিয়র নায়েবে আমীর মাওলানা রশিদ আহমদ, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্টের সভাপতি মাওলানা শোয়ায়েব ইব্রাহিম, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম আশরাফী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক উল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, মুফতী সুলতান মহিউদ্দিন, মুফতি শামসুদ্দিন বড়াইলি, মাওলানা বশিরুল হাসান খাদিমানী, মাওলানা শিব্বির আহমদ, মুফতি মাহবুবুর রহমান বিন নূরী, মাওলানা রাশেদ বিন নূর, মুফতি হাবিবুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা মাহমুদুল হাসান শরিয়তপুরী ও মুফতি আবুল হাসান কাসেমী প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img