রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

বিতর্কিত ২৭ তম সাংবিধানিক সংশোধনীর অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রীসভা

২৭ তম সাংবিধানিক সংশোধনীর অনুমোদন দিয়েছে পাকিস্তানের ফেডারেল মন্ত্রীসভা।

শনিবার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এর অনুমোদন হয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সংবিধান সংশোধনীর অনুমোদনে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে দেশটির ফেডারেল মন্ত্রীসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি অনলাইনে আজারবাইজান থেকে এর সভাপতিত্ব করেন।

বৈঠকে ২৭ তম সংশোধনীর উপর পিপলস পার্টির আপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা-পর্যালোচনা হয়। এর প্রেক্ষিতে আইনমন্ত্রী খাজা আসিফ মন্ত্রীসভাকে সংশোধনী সম্পর্কে অবহিত করেন। সরকার দলটিকে আশ্বস্ত করে যে, এনএফসি এওয়ার্ডের ব্যাপারে কোনো ধরণের হস্তক্ষেপ করা হবে না এবং তারা অধিকাংশ বিষয়ে দলটির সাথে একমত। যদিও কয়েকটি ধারা নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।

এছাড়া সিনেটে একটি সভা ডাকা হয়, যেখানে ২৭ তম সাংবিধানিক সংশোধনীকে একটি সম্পূরক এজেন্ডা হিসেবে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, পিটিআই ও জমিয়তের মতো রাজনৈতিক দলগুলোর তীব্র আপত্তি ও বিরোধিতা সত্ত্বেও সংবিধানে ২৭ তম সংশোধনী আনছে পাকিস্তানের পুতুল সরকার খ্যাত শাহবাজ শরীফের সরকার। এতে প্রস্তাবিত উল্লেখযোগ্য পরিবর্তন বা সংশোধনের মধ্যে নতুন সাংবিধানিক আদালত প্রতিষ্ঠা ও ‘কমান্ডার অফ ডিফেন্স’ নামক নতুন সামরিক পদ সৃষ্টি অন্যতম। এছাড়া ফিল্ড মার্শাল পদ আজীবনের জন্য বহাল রাখার একটি প্রস্তাবনাও উঠে আসে।

সূত্র: এআরওয়াই নিউজ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img