সোমবার | ১০ নভেম্বর | ২০২৫

দু-তিনটা আসন দিয়ে কিনতে চাইছেন, স্বপ্ন বাস্তবায়ন হবে না: পাটওয়ারী

বিএনপিকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দু-তিনটা আসন দিয়ে আমাদের কিনতে চাইছেন, এ স্বপ্ন আমরা জীবিত থাকতে বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না।

আজ রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে, ‘জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনারা মনে করছেন দুটো আসন দিয়ে আমাদের কিনে ফেলবেন। দু-তিনটা আসন দিয়ে আমাদের কিনতে চাইছেন, এ স্বপ্ন আমরা জীবিত থাকতে বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না।

বিএনপিকে সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনারা গিয়েছেন। গণভোটের বিরুদ্ধে আপনারা যাচ্ছেন। আপনার সঙ্গে সমঝোতা ও জোটের প্রসঙ্গ তো দূরের কথা। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে এটা আমরা আগেও বলেছি। তাদের মৃত্যু ঘণ্টা আরও জোরে বাজছে ইন শা আল্লাহ। এবং আওয়ামী লীগের পরিণতিই হবে বিএনপির।

তিনি বলেন, নামেন না মাঠে, অলরেডি জ্বালাও-পোড়াও ব্লকেড শুরু হয়ে গেছে। এবার ইলেকশনে বড় ধরনের খেলা হবে। দেখি আপনাদের টাকার নমিনেশন বাণিজ্যের কত জোর। আর আমাদের কত রক্তের জোর খেলা হবে মাঠে ইনশাআল্লাহ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img