বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আক্ষেপ করে বলছেন, খালেদা জিয়া আমার মা, জিয়াউর রহমান আমার বাবার মতো। আমাদের নেতা তারেক রহমান আমার ভাই। ৪৩ বছরে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের নাম যতবার নিয়েছি, ততবার যদি আল্লাহর নাম নিতাম তাহলে হয়তো বেহেশতের কাছাকাছি চলে যেতাম।
রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
দলের উদ্দেশে মনোনয়ন বঞ্চিত তাইফুল ইসলাম টিপু বলেন, যদি নারী কোটাতেই মনোনয়ন দিয়ে থাকেন, তাহলে রাজপথে যারা ছিলেন তাদেরকে দিতেন। যারা দুধের সর খায়, যারা রাজপথে ছিল না, নারীদের ক্ষেত্রে অধিকাংশ তাদেরকেই মনোনয়ন দেওয়া হয়েছে। আমার জানা মতে, ম্যাডামসহ চারজন ব্যতীত, বাকিরা ঠিকমতো জিয়াউর রহমানের নাম নেয় কিনা জানি না।
নাটোর-১ আসনে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর সমালোচনা করে টিপু বলেন, দল যাকে লালপুর-বাগাতিপাড়ায় মনোনয়ন দিয়েছে তিনি লালপুর-বাগাতিপাড়ার মানুষ না। তিনি মাদারীপুরের মানুষ। আজকে লালপুর বাগাতিপাড়ার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এতটাই হতভাগা যে লালপুর বাগাতিপাড়ার কোনো মানুষ মনোনয়ন পায় নায়। আমরা নিয়মতান্ত্রিকভাবে দলের হাইকমান্ডকে অনুরোধ করব, তৃণমূলের মানুষ যাকে চায় সে বিষয়টি আপনারা পুনর্মূল্যায়ন করুন।
তিনি আরও বলেন, লালপুর বাগাতিপাড়ায় বিএনপির রাজনীতিতে যার বয়স ২ বছরও না তাকে মনোনীত করা হয়েছে। মনোনয়ন পাওয়ার পরেই আমাদের ছাত্রদল কর্মী জিল্লুরকে রক্তাক্ত করা হয়েছে। অসংখ্য বিএনপি নেতাকর্মীদেরকে ধমক দেওয়া হচ্ছে। বিএনপির এই নেতাকর্মীদের ভোট হয়তো তাদের লাগবে না।









