বিদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক থেকে আমেরিকার প্রত্যেকটি জনগণ অন্তত ২ হাজার ডলার করে লাভ বা ‘লভ্যাংশ’ পাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, এই শুল্কনীতি দেশের অর্থনীতিকে আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী করে তুলবে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।
রোববার (৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ কথা জানান তিনি।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘যারা শুল্কের বিরোধিতা করে তারা একেবারে বোকা! প্রত্যেকে অন্তত ২ হাজার ডলারের লভ্যাংশ (উচ্চ আয়ের মানুষ ছাড়া) পাবে।’









