সোমবার | ১০ নভেম্বর | ২০২৫

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ছাড়া আমি নির্বাচনে যাবো না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি ‎কাদের সিদ্দিকী বলেছেন, ‘আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামছা নিয়া সে নির্বাচন করতে যাব না। যদি জাতীয় পার্টির লাঙ্গলকে নির্বাচনের বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাব না। ১৪ দল, তারা যদি নির্বাচনে যেতে না পারে তাহলে আমাদের নির্বাচনের যাওয়া কি দরকার?’

সোমবার (১০ নভেম্বর) বিকেলে সখীপুর উপজেলায় এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎কাদের সিদ্দিকী বলেন, জামায়াত একা ইলেকশন করে যদি পাঁচটা সিটও পায় আল্লাহকে হাজের নাজের জেনে বলছি যে আমার রাজনীতি শেখা হয় নাই। তাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু মুক্তিযুদ্ধে তারা যে অন্যায় করেছে, মানুষের কাছে সত্যিকার অর্থে মাফ না চাইলে জামায়াত কোনোদিন শাসন ক্ষমতায় যেতে পারবে না। ‎

তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বলেন, ‘মনে রাখবেন আপনি ‘খোদার ঘর বাইন্ধা’ আসেন নাই, আপনার গ্রামীণ ব্যাংক না শুধু গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে। আপনি যে কত কাঁদবেন চৌদ্দ কলস কাঁদলেও আপনার কান্না শেষ হবে না। আপনি বাংলার মানুষকে চিনেন না, এনজিও চালানো আর দেশ চালানো এক কথা নয়। তাই বলছি যদি একটা নিরপেক্ষ-সন্তোষজনক ও মানুষের ইচ্ছেমতো একটা নির্বাচন করতে পারেন তাহলে এত কিছুর পরও আপনার নাম থাকবে, মানুষ সম্মান করবে। আর যদি মীর জাফর হতে চান, ঘষেটি বেগম হতে চান তাহলে যা করতেছেন করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img