শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

একমাত্র তারেক রহমান ছাড়া কেউ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবে না: শাহজাহান

বিএনপি ছাড়া কেউ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য চেষ্টা করে না উল্লেখ করে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং উখিয়া ও টেকনাফ (কক্সবাজার-৪) বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। একমাত্র তারেক রহমান ছাড়া আর কেউ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারবে না। বিএনপি যতবার ক্ষমতায় আসে ততবারই শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের আমরা পার করিয়ে দিতে পারি।’

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উখিয়া উপজেলা বিএনপি আয়োজিত ‘নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহজাহান চৌধুরী আরো বলেন, বিএনপি ছাড়া কেউ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য চেষ্টা করে না। রোহিঙ্গাদের পুঁজি করে কেউ চেষ্টা করে নোবেল প্রাইজের জন্য, কেউবা চেষ্টা করে ডলারের জন্য। বিএনপি সরকার গঠন করলে মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের নিজেদের দেশে পাঠানো হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img