ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসে জ্বালাও-পোড়াওয়ের হুকুম দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দিল্লিতে বসে হাসিনা জ্বালাও-পোড়াওয়ের হুকুম দিচ্ছেন। কিন্তু দেশের মানুষ তা আর হতে দেবে না।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ২০২৬ সালে যে সরকার আসবে, তা শক্তিশালী না হলে পদ্মা নদীর অবস্থা আরও খারাপ হবে। গঙ্গা নদীর অববাহিকায় ফারাক্কা বাঁধ দিয়ে পদ্মা নদীর পানি বন্ধ করে দেয়া হয়েছে। এজন্য শুষ্ক মৌসুমে পানি পাওয়া যায় না।
তিনি বলেন, ভারত যখন ইচ্ছা পানি বন্ধ করে দেবে, সীমান্তে মানুষ হত্যা করবে- এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই ভারত আমাদের সমান মর্যাদা দেবে।









