মঙ্গলবার | ১৮ নভেম্বর | ২০২৫

হাসিনার মৃ’ত্যুদণ্ডের রায়ে রাবিতে মিষ্টি বিতরণ; উল্লাস প্রকাশ করছে শিক্ষার্থীরা

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

এসময় রাকসু ভবনের সামনে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ, জোহা চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্নস্থানে রাকসুর নেতাদের শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

এসময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, শাপলা ট্রাজেডি, আবরার ফাহাদ হত্যা, ১৮-এর কোটা সংস্কার আন্দোলনে হত্যাযজ্ঞ এবং ২৪ এর আন্দোলনের হত্যাকাণ্ডগুলো হাসিনার নির্দেশনাতেই হয়েছে। বাংলাদেশের মানুষেরা আজ অত্যন্ত উচ্ছ্বসিত এই রায় নিয়ে। ইতোমধ্যে রাবির একজন শিক্ষককে এই রায়ে অসন্তোষ প্রকাশ করে বিবৃতি দিতে দেখেছি। আমি তার এই ধৃষ্ঠতায় নিন্দা প্রকাশ করছি এবং সব শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করব এ সব ফ্যাসিস্টদের সহচরীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলুন।

মিষ্টি বিতরণের সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, এই রায়কে দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই রায়কে বাস্তবায়ন করার জন্য যেভাবেই হোক ইন্টারপোলের মাধ্যমে খুনি হাসিনাকে দেশে এনে সবার চোখের সামনে তার ফাঁসি কার্যকর করতে হবে। সব শহীদ পরিবার ও নির্যাতিত মানুষেরা এই শান্তি ইন্টেরিম সরকারের মাধ্যমেই উপভোগ করতে চায়।

রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, হাসিনার আমলে আমরা অসংখ্য ট্রাজেডি দেখেছি, শাপলা কায়েম হতে দেখেছি, শাহবাগ কায়েম হতে দেখেছি, বিডিয়ার হত্যাকাণ্ড দেখেছি। তাই আমার কাছে আজকের এই দিনটা বিশেষ একটি দিন। ২০১৯ সালে আমার বাবাকে শুধুমাত্র তার দোকানের ওপর জামায়াতের পোস্টার থাকায় সবার সামনে কোমরে দড়ি পরিয়ে টেনে টেনে নিয়ে গিয়েছিল। সেই ঘটনার পর আমার বাবা আজও সাধারণ জীবনে ফিরতে পারেনি। তাই আমার জন্য এই রায়টি অনেক বড় একটি বিষয়। আমি এখন চাই, অনতিবিলম্বে হাসিনার ফাঁসি নিশ্চিত করা হোক।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img