ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরউদ্দিন আজিজীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের আফগান প্রতিনিধি দল আজ বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আজিজি ভারতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, নূরউদ্দিন আজিজি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে চাবাহার সমুদ্রবন্দরের সক্রিয় ব্যবহার এবং বহু অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন।
এ সফরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি দেশটির ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক ও মতবিনিময় করবেন।
আজিজি এমন সময়ে ভারতে সফর করছেন, যখন এর আগে তিনি ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইরানি কর্মকর্তাদের সঙ্গে চাবাহার বন্দরের ব্যবহার, বাণিজ্যিক সম্পর্ক এবং ট্রানজিট যোগাযোগের সম্প্রসারণ নিয়েও আলোচনা করেছেন।
সূত্র : হুরিয়াত রেডিও









