আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, তার জনপ্রিয়তা কমে গেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
বুধবার (১৯ নভেম্বর) সৌদি আরবের ব্যবসায়ী নেতা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, জরিপে দেখা যাচ্ছে তার প্রতি সমর্থন কমেছে। তবে বুদ্ধিমান ব্যক্তিদের কারণে তা আবার বাড়ছে বলেও মনে করেন তিনি।
চলতি সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের একটি মতামত জরিপে দেখা গেছে, ট্রাম্পের প্রতি সমর্থন ৩৮ শতাংশে নেমে এসেছে, যা তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর থেকে সর্বনিম্ন।
কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, অভিবাসননীতিসহ নানা কারণে সম্প্রতি ট্রাম্পের প্রতি জনসমর্থন কমছে।
ট্রাম্প তার জনপ্রিয়তা কমে যাওয়ার জন্য মুদ্রাস্ফীতির কথা উল্লেখ করেছেন। রয়টার্স ও ইপসোসের জরিপ অনুসারে, মাত্র ২৬ শতাংশ মার্কিনি বলেছেন যে ট্রাম্প জীবনযাত্রার ব্যয় কমাতে ভালো কাজ করছেন।
ট্রাম্প মুদ্রাস্ফীতির জন্য ডেমোক্র্যাটদের দোষারোপ করে বলেন, ‘এখন আমাদের একটি সুন্দর, স্বাভাবিক মুদ্রাস্ফীতি রয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে এটি আরো কিছুটা কমবে।’









