বৃহস্পতিবার | ২০ নভেম্বর | ২০২৫

তত্ত্বাবধায়ক সরকার না থাকলে জবাবদিহিতা থাকবে না : মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার না থাকলে জবাবদিহিতা থাকবে না। আপনি যদি জানেন আপনাকে কেউ সরাতে পারবে না, তাহলে ক্রমাগতভাবে আপনি ফ্যাসিস্ট হয়ে উঠবেন। তত্ত্বাবধায়ক সরকার থাকলে অন্তত একটা ভয় থাকে, পাঁচ বছর পর পর জনগণের কাছে যেতে হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের চার দশক পূর্তি উপলক্ষ্যে সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম; স্বাধীনতা, নৈতিকতা ও দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইলে তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে আপনি গণতন্ত্র রাখতে পারবেন না, সেটা ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত একটা সরকার যে দানব হয়ে ওঠে তা আমরা দেখেছি।

তিনি বলেন, আজকে একটা ভালো দিন, ভালো দিন এই জন্য যে আজকে বাংলাদেশের উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহল হয়েছে। আমরা যদি গত ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনের দিকে দেখি তাহলে দেখবো যে তিন নির্বাচনেই ক্ষমতাশীল সরকার পরাজিত হয়েছে। সুতরাং যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা কাজ করে শুধু যদি তত্ত্বাবধায়ক সরকার থাকে। তাই আমরা চাই, এই সরকার একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করুক এবং আমরা জানি, জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে তার রোডম্যাপ দেওয়া আছে। আমরা আশা করব, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের যে সরকারই ক্ষমতায় আসুক তারা যেন জুলাই সনদ গ্রহণ করে। জুলাই সনদ গ্রহণ করলেই আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগিয়ে যাব।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে আবার নতুন করে কোনো সম্রাট বা সম্রাজ্ঞী চাই না। একজন সম্রাজ্ঞী দেখেছি এনাফ। একজন সাম্রাজ্যের মাধ্যমে এই বাংলাদেশ থেকে এই সম্রাট এবং সম্রাজ্ঞী কালচার এবং রাজ পরিবার কালচারের পরিসমাপ্তি ঘটে। এটাই আমার প্রত্যাশা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img