ঢাকার নবাবগঞ্জে শিশু ভাইকে আটকে রেখে পাশের ঘরে নিয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া বোনকে জোরপূর্বক ধর্ষণ করেছে এক যুবক।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলার বান্দুরা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার রাতে নবাবগঞ্জ থানায় মামলা হলে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা যায়।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকালে স্কুল থেকে বাসায় ফিরে দুই ভাই-বোন। তারা উভয়ই ৩য় শ্রেণির শিক্ষার্থী। এ সময় তার মা পাশের পাড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন।
ওই এলাকার রাজমিস্ত্রির সহযোগী মাদকাসক্ত আলাউদ্দিন (২০) ভুক্তভোগীর ভাইকে একটি কক্ষে আটকে রাখে। পরে ওই শিশুকে ডেকে পাশের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভয়ভীতিও দেখায়। ওই সময়ে শিশুর মা বাড়িতে আসার শব্দ পেয়ে বখাটে যুবক দৌড়ে পালিয়ে যায়। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই নারী চিৎকার দেন। পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
স্বামী প্রবাসে থাকায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার রাতে নবাবগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন শিশুটির মা।
ভুক্তভোগীর মা বলেন, তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তার মাঝে এখনো ভীতি ও আতঙ্ক কাজ করছে। ওই যুবক একজন বখাটে। রাজমিস্ত্রির কাজ করে। সে একজন মাদকাসক্ত। তার উপযুক্ত বিচার চাই।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতে ও ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।









