বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
তিনে বলেন, বর্তমানে অনেক দল বড় বড় কথা বলছে, কিন্তু বিএনপি লোক দেখানো রাজনীতি করে না। দলটি জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে আসছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা মহিলা দলের আয়োজনে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপিতে নারীদের অগ্রাধিকারের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, নারীরা সমাজের অগ্রগতির গুরুত্বপূর্ণ শক্তি। তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বিএনপি সব সময়ই নারীদের সম্মান, শ্রদ্ধা ও মর্যাদা দিয়ে আসছে।









