ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর নয়া দিল্লিতে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দিন আজিজির সঙ্গে বৈঠক করেছেন। আফগান বাণিজ্যমন্ত্রীর এই ভারত সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ট্রানজিট সহযোগিতা আরও জোরদার করা।
বৈঠক সম্পর্কে এক্স প্ল্যাটফর্মে দেওয়া বার্তায় এস. জয়শঙ্কর জানান, আলোচনা মূলত আফগানিস্তান ও ভারতের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণ, আঞ্চলিক যোগাযোগ আরও শক্তিশালী করা এবং কাবুল ও নয়া দিল্লির জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়কে কেন্দ্র করেই ছিল। তিনি আফগান জনগণের উন্নয়ন ও কল্যাণে ভারতের অব্যাহত সমর্থনের কথা আবারও পুনর্ব্যক্ত করেন।
ভারত সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে নূরুদ্দিন আজিজি বুধবার একটি উচ্চপর্যায়ের আফগান প্রতিনিধি দলের নেতৃত্বে ভারতে পৌঁছান।
সফরকালে তিনি ভারতের পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীসহ জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে। আফগান প্রতিনিধি দল প্রগতি ময়দানের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রও পরিদর্শন করবে।
এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো চাবাহার বন্দর করিডরের সম্ভাবনাকে সক্রিয় করা, আফগানিস্তানে ভারতীয় বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে যৌথ শিল্প, ট্রানজিট ও বাণিজ্য উদ্যোগের বিষয়ে আলোচনাকে এগিয়ে নেওয়া।
আফগান কর্মকর্তারা বলছেন, এই সফর কাবুলের সেই প্রচেষ্টারই অংশ, যার মাধ্যমে তারা আঞ্চলিক অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক সম্পৃক্ততা আরও গভীর করতে চায়। একই সঙ্গে নতুন বাণিজ্য রুট সম্প্রসারণ ও দেশীয় শিল্প পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগানিস্তান।
সূত্র : আরিয়ানা নিউজ









