শুক্রবার | ২১ নভেম্বর | ২০২৫

নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

নরসিংদীতে তীব্র ভূমিকম্পের প্রভাবে ভবনের রেলিং ভেঙে আহত হয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে নরসিংদীর দুই উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওমর (১০), দেলোয়ার হোসেন (৩৭) ও কাজম আলী (৭৫)।

নিহত ওমর ও দেলোয়ার সম্পর্কে বাবা-ছেলে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর পাড়া গ্রামে। বর্তমানে পরিবারটি নরসিংদীর গাবতলি এলাকায় বসবাস করছিলেন।

অপর দিকে নিহত কাজম আলী পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার প্রবল ভূমিকম্পে ভবনের রেলিং ভেঙে নরসিংদী সদর উপজেলার গাবতলি এলাকার ভাড়াটিয়া দেলোয়ার এবং শিশু ওমর গুরুতর আহত হলে তাদেরকে প্রাথমিকভাবে স্থানীয়রা চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে তাদের মৃত্যু হয়।

এছাড়াও ভূমিকম্পের সময় দেয়াল চাপায় পলাশ উপজেলার কাজম আলীর মৃত্যু হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img