রবিবার | ২৩ নভেম্বর | ২০২৫

৫ আগস্টের পর দেশে ইসলাম প্রতিষ্ঠার একটা সুযোগ এসেছে: চরমোনাই পীর

গতবছরের ৫ আগস্টের পরে বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম চরমোনাই পীর।

তিনি বলেন, ‘এই দেশে আযানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে, আযানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশে ইসলাম নামক নীতি আদর্শ পরাজিত। এখন ৫ আগস্টের পরে ইসলামকে গাছ হিসেবে দাঁড় করানোর একটা সুযোগ এসে গেছে।’

শুক্রবার (২১ নভেম্বর) রাতে পটুয়াখালী পৌর শহরের ঝাউতায় বাংলাদেশ মুজাহিদ কমিটি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলন ও ওয়াজ-মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘ভারতের শকুন চক্ষু আমাদের দেশের দিকে শকুন চক্ষুর নজরে তাকিয়ে আছে যে গণ্ডগোল কেমনে বাজানো যায়। ওদের বড় একটা ক্ষেত্র হলো সংখ্যালঘু। ওরা তামাম বিশ্বের কাছে একটা প্রচার করে ফেলবে যে বাংলাদেশে হিন্দুদের জানমালের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। ওদের ঘরবাড়ি জ্বালাইয়া দিতেছে।’

ভারতের মিডিয়ার বিভিন্ন মিথ্যা সংবাদ প্রচার সম্পর্কে রেজাউল করীম বলেন, ‘এরা রাতকে দিন বানিয়ে, দিনকে রাত বানিয়ে সংবাদ প্রচার করেছে। তখন বাংলাদেশে (হিন্দুরা) বাধ্য হয়ে বলছে, এ ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে নেই।’

তিনি আরো বলেন, ‘আমরা নামছিলাম তখন দেশকে রক্ষার জন্য। সংখ্যালঘুদের জান-মাল-ইজ্জত, উপাসনালয়সহ কোনো যেন ক্ষতি করতে না পারে এবং রিউমার ছড়িয়ে তামাম বিশ্বের ভেতরে যেন দেশকে অশান্তি করতে না পারে- এ জন্য আমরা নামছিলাম দেশকে সংরক্ষণের জন্য। যখন রাস্তায় কোনো ট্রাফিক ছিল না, তখন কিন্তু আমরা যারা ইসলামের নীতি আদর্শ লালন করি- তখন আমরা নামছিলাম রাস্তায় খাদেম হিসেবে ট্রাফিকের সিগনালের দ্বায়িত্ব পালন করার জন্য।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img