মঙ্গলবার | ২৫ নভেম্বর | ২০২৫

লেবাননে ফের ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘন; হামলা চালিয়ে ৫ জনকে হত্যা

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

রোববারের (২৩ নভেম্বর) বহুতলা একটি ভবন লক্ষ করে চালানো এই হামলায় অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএএ জানিয়েছে, হামলার ফলে ভবন ও আশপাশে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, নয়তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় হামলা চালানো হয়। পরে সেখানে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন।

চুক্তি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ইসরাইলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা থাকলেও তারা এখনো সীমান্তের পাঁচটি আউটপোস্টে অবস্থান বজায় রেখেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img