জনপ্রিয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সাওতুল কুরআন ইনিস্টিউটের ব্যবস্থাপনায় সন্দ্বীপে বিদেশী ক্বারীদের ঢল নামতে যাচ্ছে।
রবিবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মাওলানা ক্বারী তাওহীদুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় তিনি বলেন, আগামী রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় ঐতিহাসিক সাউথ সন্দ্বীপ হাই স্কুল মাঠে ‘৫ম আন্তর্জাতিক কেরাত সম্মেলন সন্দ্বীপ-২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সন্দ্বীপে আন্তর্জাতিক মানের কুরআন তেলাওয়াত চর্চার প্রসারে প্রতিবারের ন্যায় এবারও আমরা সম্মেলনটি আয়োজনের ব্যবস্থা করছি।
সন্দ্বীপে দেশি-বিদেশি ক্বারীদের আগমনের ব্যাপারে তিনি জানান, এবারের কেরাত সম্মেলনে বিদেশিদের মধ্যে মিশর, ইরান, পাকিস্তান ও ফিলিপাইনের বিশিষ্ট ক্বারী, শাইখ আহমদ আল জাওহারি, ক্বারী মাহদী গুলামনেজাদ, ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী ও ক্বারী মুহাম্মদ নাজির আসগার উপস্থিত থাকবেন। দেশের নানা প্রান্তের বিশিষ্ট ক্বারীদেরও সম্মেলনে আগমন ঘটবে।
তিনি আরও জানান, বিশিষ্ট ব্যবসায়ী ও দ্বীনি ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা নুরুল আমিন মাহদী উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর জনাব নুরুল মোস্তফা খোকন।সভাপতিত্ব করবেন সমাজের বিশিষ্টজন জনাব আলহাজ্ব আব্দুল বায়েছ (জেসিও, অবসরপাপ্ত)।
পরিশেষে তিনি কুরআন তেলাওয়াতের এই মহাযজ্ঞে সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণ কামনা করেন। সম্মেলনটি সহিহ শুদ্ধ ও আন্তর্জাতিক মানের কুরআন তেলাওয়াত চর্চা এবং ইসলামের অনন্য বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।









