সোমবার | ২৪ নভেম্বর | ২০২৫

ইসরাইলের উসকানির মুখে অত্যন্ত ধৈর্যের সাথে যুদ্ধবিরত মেনে চলছে হামাস: এরদোগান

গাজ্জায় ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, হামাস ইসরাইলের এসব উসকানির মুখে অত্যন্ত ধৈর্য দেখাচ্ছে এবং যুদ্ধবিরতিকে মেনে চলছে। এই যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

গাজ্জায় ইসরাইলের কার্যক্রমের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দৃঢ়, ধারাবাহিক ও কার্যকর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে এরদোগান বলেন, ইসরাইলের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধি এবং গাজায় মানবিক সহায়তার প্রবাহ অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, আমি বিশ্বাস করি আন্তর্জাতিক সম্প্রদায় যদি দৃঢ়, ধারাবাহিক এবং নিষেধাজ্ঞা প্রয়োগে সক্ষম ইচ্ছাশক্তি দেখায়, তাহলে নাতানিয়াহুকে থামানো সম্ভব।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি উল্লেখ করে তিনি আরও বলেন, যখন আমাদের দেশের জাতীয় নিরাপত্তার প্রশ্ন আসে, তখন সবাই জানে আমরা কী ধরনের পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতে যদি আবার একই ধরনের ঝুঁকির মুখোমুখি হই, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেব।

রাশিয়া–ইউক্রেন সংঘাতে মধ্যস্থতার প্রসঙ্গে এরদোগান বলেন, তুরস্ক হিসেবে, আমরা ইস্তাম্বুলে আগে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি, আজও একই গঠনমূলক অবস্থান ধরে রাখতে প্রস্তুত।

সূত্র: আনাদোলু

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img