ভারত পূর্ণ শক্তি ও সাহসের সঙ্গে এগিয়ে চলেছে বলে দাবি করেছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, ‘ভারত সন্ত্রাসবাদকে ভয় পায় না, থামে না, নতি স্বীকার করে না। আজকের ভারত পূর্ণ শক্তি, সাহস এবং স্পষ্টতার সঙ্গে এগিয়ে চলেছে।’
মঙ্গলবার (২৫ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
নরেন্দ্র মোদি বলেন, আমরা শান্তি চাই, কিন্তু আমরা আমাদের সীমান্তের নিরাপত্তার সঙ্গে কোনো আপস করি না।’
অপারেশন সিন্দুরের প্রশংসা করে তিনি বলেন, পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে।
যদিও পাকিস্তানের সঙ্গে ওই যুদ্ধে ভারত সামরিকভাবে পরাজিত হয়েছে বলে মার্কিন এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সূত্র: এনডিটিভির।









