ভারী বৃষ্টিতে ধসে পড়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সীমানা প্রাচীর।
বুধবার (২৬ নভেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টিতে ধসে পড়েছে পশ্চিম তীর দখলে নিয়ে গড়ে তোলা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সীমানা প্রাচীর।
জাবালে খলিল বা হেব্রন পর্বতের দক্ষিণে অবস্থিত আল-রামাদিন গ্রামের নিকটে এই ঘটনা ঘটে।
ইসরাইলী দৈনিক ইয়েদিওথ আহরোনোথের খবরে বৃষ্টি ও কাদার চাপে প্রাচীরের একটি দীর্ঘ এবং প্রধান অংশ সম্পূর্ণরূপে ধসে পড়ার কথা জানানো হয়। একে নিরাপত্তার জন্য গুরুতর ঘটনা বলেও উল্লেখ করা হয়।
এছাড়াও জানানো হয় যে, ইসরাইল এটিকে অত্যন্ত সংবেদনশীল সীমান্ত এলাকা বলে মনে করে থাকে। সংবেদনশীল এলাকার প্রাচীরের এমন ধসে পড়া তাই অবৈধ রাষ্ট্রটির নিরাপত্তা ও সামর্থ্য নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
সংবাদপত্রের তথ্যমতে, ইসরাইলের দখলে থাকা এলাকাটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে পরিচালিত একটি গ্রামের কাছাকাছি অবস্থিত। অবৈধ রাষ্ট্রটি যাকে প্রতিকূল গ্রাম হিসেবে অভিহিত করে থাকে।
অপরদিকে ইসরাইলের বর্বর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে, তাদের সেনারা ইতিমধ্যে পরিস্থিতি মোকাবেলায় কাজ শুরু করেছে। অবৈধ রাষ্ট্রটির সীমান্ত প্রশাসন কর্তৃপক্ষ ক্ষতির মূল্যায়ন করছে এবং প্রাচীর মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
সূত্র: মিডল ইস্ট মনিটোর









