রবিবার | ১৮ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে ৪ মুসলিমকে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করল হিন্দুত্ববাদীরা

ভারতের মুর্শিদাবাদে চার মুসলিম পরিযায়ী শ্রমিককে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদীরা।

শুক্রবার (২৮ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম পুবের কলমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিক ফেরি করতে ওড়িশ্যায় যায়। এ সময় তারা গঞ্জাম জেলার রানিপাড়া এলাকায় পৌঁছালে বাংলায় কথাকে কেন্দ্র করে ভয়াবহ হামলা করে বজরং দলের সদস্যরা। পরে মুসলিম পরিচয়ের কারণে তাদের ‘জয় শ্রীরাম’ বলার জন্য বাধ্য করে। এ সময় মার খেয়েও রেহাই না মেলায় আতঙ্কের মধ্যেই আহত অবস্থায় বাড়ি ফিরতে বাধ্য হন তারা। সবচেয়ে গুরুতরভাবে আহত হয়েছেন ২২ বছরের রুহুল শেখ।

সহশ্রমিক নাহিদ সরকার জানান, শুধু বাংলায় কথা বলা নয়, মুসলিম পরিচয়ের কারণেও তাঁদের টার্গেট করা হয়। অভিযুক্তরা এলাকা ছাড়ার হুমকি দিয়ে যায়।

রুহুলের কাকা সুখচাঁদ শেখ অভিযোগ করেন, ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছড়িয়ে দেয়া হয়েছে। আক্রান্তরা স্থানীয় পুলিশ ও জনপ্রতিনিধিদের কাছে সাহায্য চাইতে গেলে কোনো সহায়তা পাননি।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরিযায়ী ঐক্য পরিষদ জানিয়েছে, দেশের বিভিন্ন রাজ্যে বারবার বাঙালি শ্রমিকদের উপর এমন হামলা উদ্বেগজনক। কেন্দ্রের কাছে শিগগিরই প্রতিকার চাওয়া হবে।

সূত্র : পুবের কলম

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ