সিরিয়ার সাথে আলাপে বসতে নিরস্ত্র বাফার জোন প্রতিষ্ঠার শর্ত রেখেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পৈশাচিক প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
মঙ্গলবার (২ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা চুক্তির আলাপ শুরু করতে দামেস্ক কর্তৃক নিরস্ত্র বাফার জোন প্রতিষ্ঠার শর্ত রেখেছেন ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
এই প্রসঙ্গে তিনি বলেন, সিরিয়া যদি দামেস্ক থেকে ইসরাইল নিয়ন্ত্রিত সিরিয় অঞ্চল পর্যন্ত নিরস্ত্র বাফার জোন প্রতিষ্ঠা করে, তবে এখনো একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। এক্ষেত্রে হারমন পর্বত (জাবালুশ শাইখ) ও এর শৃঙ্গে পৌঁছানোর রাস্তাও অন্তর্ভুক্ত থাকতে হবে।
তিনি আরো বলেন, ইসরাইলী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সিরিয়ার অঞ্চলগুলো দখলে নিয়েছি। এটি আমাদের বাধ্যবাদকতাও বটে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, গতকাল গাজ্জায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় হামলা, সিরিয়ার গ্রামগুলোতে ইসরাইলী সেনাদের অনুপ্রবেশ ও বিমান হামলার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ রাষ্ট্রটির তীব্র সমালোচনা করেন। যার প্রেক্ষিতে রক্ত খেকো ও দুর্নীতিগ্রস্ত ইসরাইলী প্রধানমন্ত্রী আজ এই বক্তব্য দিয়েছেন।
উল্লেখ্য, হারমন পর্বত বা জাবালুশ শাইখ লেবানন-সিরিয়া সীমান্তে অবস্থিত একটি তুষারাবৃত পর্বতশৃঙ্গ। উচ্চতায় এটি প্রায় ২৮১৪ মিটার বা ৯২৩২ ফুট লম্বা। এটি ভূমধ্যসাগরের পূর্ব উপকূলের সর্বোচ্চ স্থানগুলোর মধ্যে অন্যতম। এটি সিরিয়া, লেবানন এবং গোলান মালভূমির সীমান্তে অবস্থিত। কৌশলগত অবস্থানের কারণে এটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাশার আল আসাদের পতনের পর ইসরাইলী বাহিনী এই পর্বতের সিরিয় অংশ দখলে নেয়।
প্রাচীন কালে পর্বতটি সিরিয়ন নামে পরিচিত ছিলো বলে বাইবেলে উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টধর্মের পাশাপাশি পর্বতটি ইহুদিদের জন্যও ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ। ইহুদিধর্মে এটিকে মেরন পর্বত নামে অভিহিত করা হয়ে থাকে।









