বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম। এ সময় তিনি খালেদা জিয়ার আরোগ্য ও নেক হায়াত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সহমর্মীতা জানান।
বুধবার (৩ ডিসেম্বর) বিকালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান তিনি।
হাসপাতালে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেন মুফতী ফয়জুল করীম। ডাক্তারদের সাথে কথা বলে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহ দরবারে মোনাজাত করেন।
মুফতী ফয়জুল করীম বলেন, তিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। জাতির এই ক্রান্তিকালে তার উপস্থিতি প্রয়োজন। বিএনপির নেতাকর্মী ও তার পরিবারের প্রতি আমাদের সহমর্মীতা জানাচ্ছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের সিনিয়র যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।









