বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন ধর্মের অনুসারীদের জন্যও নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে। মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব উপাসনালয়ে ধর্মীয় রীতি অনুযায়ী খালেদা জিয়ার রোগমুক্তির প্রার্থনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে ব্যক্তিগতভাবেও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img