বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

এভারকেয়ার হাসপাতাল এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের পাশের মাঠে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন করেছে। আজ সকালে হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড় কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশকিছু নেতাকর্মী হাসপাতালের সামনে ভিড় করছেন। তারা হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কে কাঁটাতারের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছেন। হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিতি রয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার পর হেলিকপ্টারটি বেশ কয়েকবার ওঠানামা করতে দেখা যায়।

এর আগে বুধবার (৩ ডিসেম্বর) সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার এভারকেয়ারের আশপাশের দুটি মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক মহড়া দেবে। এ নিয়ে জনমনে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধও জানানো হয়। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সম্প্রতি তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মোতায়েন করা হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img