বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় ইসর|ইলের গণহত্য|য় নীরব থাকা লজ্জাজনক: ওমানের গ্র্যান্ড মুফতী

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চলমান গণহত্যা নিয়ে চুপ থাকাকে লজ্জাজনক বলে অবহিত করেছেন ওমানের গ্র্যান্ড মুফতী শেখ আহমদ আল-খলিলি। তিনি বিশ্বের স্বাধীন জনগণকে ফিলিস্তিনের পক্ষে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

গাজ্জায় ইসরাইলের হামলা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন ভয়াবহ পরিস্থিতিতে নীরব থাকা লজ্জাজনক। আর কতদিন এই সমস্যা চলবে?

বুধবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ কথা বলেন।

শেখ আহমদ আল-খলিলি বলেন, গাজ্জা উপত্যকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল এখনো আগ্রাসন চালিয়ে যাচ্ছে, বিশেষভাবে রাফাহে অবরুদ্ধ মানুষের ওপর হামলা অব্যাহত রয়েছে এবং সাম্প্রতিক চুক্তিও কোনো ইতিবাচক ফল আনতে পারেনি।

আলোচনায় যুক্ত দেশগুলোর নীরবতায় বিস্ময় প্রকাশ করে তিনি গাজ্জায় হামলা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনায় যুক্ত দেশগুলোর তাৎক্ষণিক হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। এসব দেশের নীরবতা এবং এর সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়, এমনকি ইসলামি দেশগুলোর নীরবতাও আমাকে বিস্মিত করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আমেরিকা ও কয়েকটি ইউরোপীয় দেশের সমর্থনে ইসরাইল গাজ্জা উপত্যকায় গণহত্যা চালিয়ে আসছে। গণহারে হত্যা, অনাহার সৃষ্টি, ব্যাপক ধ্বংসযজ্ঞ, নির্বিচারে গ্রেপ্তার, দীর্ঘস্থায়ী অবরোধ ও ব্যাপক স্থানচ্যুতি চালিয়ে যাচ্ছে ইসরাইল। এসব কার্যক্রম আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান এবং আন্তর্জাতিক বিচার আদালত (ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস-আইসিজে)-এর রায়কে প্রকাশ্যে অমান্য করে চলছে।

ইসরাইলের এমন অব্যাহত আগ্রাসনের ফলে এখন পর্যন্ত দুই লাখ ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। ১১ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ। কয়েক লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। দুর্ভিক্ষেও বহু মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই শিশু। গাজ্জার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু শহর ও জনপদ পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img