ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, দিল্লির দালালরা আধিপত্য বিস্তার করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল। জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সবসময় আধিপত্যবাদী দিল্লির বিরুদ্ধে কথা বলতেন এবং লড়াই চালিয়ে যেতেন। ভারতের অবিচারের বিরুদ্ধে কথা বলাই ছিল তার দোষ। দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় এক টাকার দুর্নীতিও তিনি করেননি এটি কেউ প্রমাণ করতে পারেনি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে পাবনার সাঁথিয়ার ফুটবল মাঠে আয়োজিত বিশাল ছাত্র ও যুব সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, সীমান্তে অসংখ্য বাংলাদেশিকে হত্যা করেছে ভারত। এখনও পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে। কাঁটাতারের বেড়ায় লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে। জন্ম থেকে দেখে আসছি, ভারত এ দেশে আধিপত্য ও আগ্রাসন চালিয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ও শাহবাগী দালালদের রাজনীতি চলবে না।
সাদিক কায়েম আরও বলেন, তরুণদের সতর্ক ও সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা ও অখণ্ডতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। প্রয়োজনে জীবন দিতে হবে। সেদিন শহীদরা শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে নেমেছিলেন। তারাই আমাদের প্রেরণার বাতিঘর। সব শ্রেণির মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।
সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, পাবনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিন, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ প্রমুখ।









