শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা খাতে বিশাল বাজেট ঘোষণা করেছে ইসরাইল

গাজ্জায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা খাতে বিশাল বাজেট ঘোষণা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। যা আগেরবারের তুলনায় প্রায় ৭ বিলিয়ন ডলার বেশি। নতুন বছরে ইসরাইল প্রতিরক্ষা বাজেট ১১২ বিলিয়ন শেকেল (৩৪.৭ বিলিয়ন ডলার) নির্ধারণ করেছে। এটি আগের খসড়া বাজেটে ছিল ৯০ বিলিয়ন শেকেল ($২৮ বিলিয়ন)।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ এবং অর্থমন্ত্রী বেযালেল স্মোট্রিচ সম্মিলিতভাবে এই বাজেট কাঠামোতে সম্মতি জানিয়েছেন। এখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মন্ত্রিসভার অনুমোদনের জন্য সংসদে পেশ করা হবে।

গাজ্জায় যখন যুদ্ধবিরতি চলছে, তখন কেন বাজেট বাড়ল? কাৎজ বলেছেন, সামরিক বাহিনী তার যোদ্ধাদের চাহিদা মেটাতে এবং সংরক্ষিত সৈনিকদের উপর বোঝা কমাতে কাজ করবে। তাই বাড়ানো হয়েছে বাজেটের পরিমাণ।

ইসরাইলের অর্থমন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট ২০২৩ সালের তুলনায় ৪৭ বিলিয়ন শেকেল ($১৪.৫ বিলিয়ন) বেশি। ২০২৪ সালে গাজ্জায় হত্যাকাণ্ডমূলক যুদ্ধে এবং লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণে ইসরাইলের খরচ হয়েছে ৩১ বিলিয়ন ডলার।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img