বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের ৪ জন নিহত

আফগানিস্তানের স্পিন বোলদাক এলাকায় পাকিস্তানি সেনাদের গুলিতে আফগানিস্তানের ৪ জন নিহত হয়েছেন। তারা সবাই বেসামরিক সাধারণ নাগরিক ছিলেন বলে জানিয়েছে কাবুল।

শুক্রবারা (৫ ডিসেম্বর) দিবাগতরাতে দুই দেশের সীমান্ত গুলি ও কামানের গোলার শব্দে কেঁপে ওঠে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে গোলাগুলি শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা পর থামে।

কান্দাহার প্রদেশের বোলদাক বিভাগের গভর্নর চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হাকমাল বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, পাকিস্তানি সেনারা হালকা ও ভারী কামান দিয়ে হামলা চালিয়েছে। কামানের গোলা বেসামরিক মানুষের বাড়িতে আঘাত হেনেছে।

গতকাল রাতে কোন দেশ আগে গুলি করেছে সেটি এখনো নিশ্চিত নয়। তবে প্রথম গুলির জন্য দুই দেশই একে-অপরকে দোষারোপ করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশারফ জাইদি দাবি করেছেন, চামান সীমান্তে বিনা উস্কানিতে প্রথমে গুলি করেছে আফগান সেনারা।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ