সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

সিলেটের সীমান্তঘেষা ৬টি উপজেলার ১৮৯ কি.মি এলাকায় ম|দক দমন একটি বড় চ্যালেঞ্জ : সিলেটের এসপি

সিলেটের নবাগত পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম আগামী নির্বাচন অবাধ করতে জনগণ যাতে আস্থাশীল হতে পারেন সে রকম দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জেলার সীমান্তঘেষা ৬টি উপজেলার ১৮৯ কি.মি এলাকায় মাদক ও চোরাচালান দমন একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সিলেটের প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে এসপি বলেন, প্রবাসী বহুল এলাকা হওয়ায় তাদের নিশ্চিন্তে সময় কাটানোর পরিবেশ নিশ্চিত করা হবে। শীতকালে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় জেলায় ৩০টি চেকপোস্ট ও ৪৬টি মোবাইল টিম তৎপর রয়েছে।

তিনি বলেন, সাইবার অপরাধ, অনলাইনে প্রতারণা, বিকাশ-নগদের আর্থিক লেনদেনে জালিয়াতি এবং অনলাইন জুয়ার প্রসার উদ্বেগজনক। এগুলো বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একইভাবে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধকেও অগ্রাধিকার দিচ্ছেন তিনি। তিনি বলেন, ময়মনসিংহের অভিজ্ঞতার আলোকে এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করবো।

আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে।

হয়রানিমূলক মামলার বিষয়ে তিনি বলেন, তদন্তে অপরাধ প্রমাণ না পেলে নাম বাদ দেওয়া হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img