ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদারিত্ব সম্পূর্ণভাবে শেষ হলে ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের হাতে অস্ত্র হস্তান্তর করবে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গাজ্জায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়া
খলিল আল-হাইয়া বলেন, “হামাসের অস্ত্র হাতে রাখা এবং চলমান আগ্রাসনের (ইসরাইলের দখলদারিত্ব) সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমাদের অস্ত্র (ইসরাইলি) দখল ও আগ্রাসনের অস্তিত্বের সঙ্গে যুক্ত। দখল শেষ হলে এই অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে।”
তিনি বলেন, অস্ত্রের বিষয়টি এখনো ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠী ও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার মধ্যে রয়েছে এবং আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে আছে।
তিনি আরও বলেন, গাজ্জার সীমান্ত পর্যবেক্ষণ ও যুদ্ধবিরতি তদারকির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনে হামাস সম্মত হবে।
পরে আল-হাইয়্যার কার্যালয় এএফপিকে স্পষ্ট করে জানায়, তিনি যেই ভবিষ্যতের সর্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র এর কথা বলেছেন, সেটিই গাজ্জা উপত্যকার শাসনভার গ্রহণ করবে অর্থাৎ একটি সম্পূর্ণ সার্বভৌম ক্ষমতাসম্পন্ন রাষ্ট্র।
সূত্র: মিডল ইস্ট মনিটোর









