সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

ইসরাইলের আগ্রাসন বন্ধ হলেই অস্ত্র তুলে রাখব: হামাস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদারিত্ব সম্পূর্ণভাবে শেষ হলে ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের হাতে অস্ত্র হস্তান্তর করবে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গাজ্জায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়া

খলিল আল-হাইয়া বলেন, “হামাসের অস্ত্র হাতে রাখা এবং চলমান আগ্রাসনের (ইসরাইলের দখলদারিত্ব) সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমাদের অস্ত্র (ইসরাইলি) দখল ও আগ্রাসনের অস্তিত্বের সঙ্গে যুক্ত। দখল শেষ হলে এই অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে।”

তিনি বলেন, অস্ত্রের বিষয়টি এখনো ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠী ও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার মধ্যে রয়েছে এবং আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে আছে।

তিনি আরও বলেন, গাজ্জার সীমান্ত পর্যবেক্ষণ ও যুদ্ধবিরতি তদারকির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনে হামাস সম্মত হবে।

পরে আল-হাইয়্যার কার্যালয় এএফপিকে স্পষ্ট করে জানায়, তিনি যেই ভবিষ্যতের সর্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র এর কথা বলেছেন, সেটিই গাজ্জা উপত্যকার শাসনভার গ্রহণ করবে অর্থাৎ একটি সম্পূর্ণ সার্বভৌম ক্ষমতাসম্পন্ন রাষ্ট্র।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img