ভারতের বৈদেশিক হুমকি মোকাবিলায় নিয়োজিত গোয়েন্দা সংস্থা র’ এর ১২ এজেন্টকে গ্রেফতার করেছে পাকিস্তান।
সোমবার (৮ ডিসেম্বর) এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাব থেকে ভারতীয় র’ এর ১২ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঞ্জাব সিটিডি (কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট) তাদের গ্রেফতার করে।
সিটিডি জানায়, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে লাহোর, ফয়সালাবাদ ও বাহাওয়ালপুরে একটি অভিযান পরিচালনা করে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ ভারতীয় র’ এর হয়ে কাজ করা ১২ জন বিপজ্জনক সন্ত্রাসীকে গ্রেফতার করে।
পাঞ্জাব সিটিডির মুখপাত্র জানান, ভারতীয় সন্ত্রাসী সংস্থা র’ এদের অর্থায়ন করতো। তারা মসজিদ ও অন্যান্য উপাসনালয়ের পাশাপাশি শহরের বিভিন্ন সংবেদনশীল জায়গায় বিস্ফোরণের পরিকল্পনা করছিলো। এই লক্ষ্যে এধরণের জায়গাগুলোর ভিডিও ধারণ করে সন্ত্রাসী সংস্থাটির কাছে প্রেরণও করছিলো।
তিনি আরো জানান, নজরে না পড়তে আদিল নামের একটি ফেসবুক আইডি থেকেও তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হতো। হোয়াটসঅ্যাপের পাশাপাশি এই আইডি থেকেই ভারত থেকে পাকিস্তানে নিজেদের দিকনির্দেশনা মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিলো সংস্থাটি।
গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের নামও প্রকাশ করা হয়। তারা হলেন, সাকদীপ সিং, আজমত, ফয়জান, নাবিল, আবরার, সরফরাজ, উসমান, দানিশ, রজব হাশিম সাকিব ও আরিফ। এদের মধ্যে সাকদীপ সিং কিছুদিন পূর্বে ধর্ম পরিবর্তন করে খ্রিস্টধর্ম গ্রহণ করেছেন।
এছাড়াও জানানো হয় যে, তাদের কাছ থেকে ৭টি আইইডি বোমা, ২টি ডেটোনেটর, ১০২ ফুট ফিউজ তার, বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।









